﷽
নামাজের প্রয়জনীয় দুআ'
ইসলামের পাঁচটি স্তম্ভের রয়েছে- কলেমা, নামাজ, রোজা, হ'জ্জ আর যাকাত। কিন্তু, এদের মধ্য়ে নামাজকে বেশি প্রাধান্ন দেওয়া হৈয়াছে। কারণ, নামাজ একমাত্র মাধ্যম যার দ্বারা আল্লাহ তাআলা অত্যন্ত নিকটবর্তী লাভ করা যায়। হাদিছে আছে- বান্দা যখন নামাজের সেজদায় থাকে তখন আল্লাহ এবং সেই বান্ধার মাজে কোনো পর্দা থাকেনা।
{getToc} $title={Table of Contents}

সুতরাং, নামাজ সহি-শুদ্ব করে আদায় করা এবং আল্লাহকে খুশি করা আমাদের প্রয়জন। তাই, মৃত্যুর পরে আল্লাহ তায়ালার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। সুতরাং, একজন মুসলিম হিসেবে দিন-রাত মিলে ৫ বার নামাজ সহি-শুদ্ধ ভাবে আদায় করতে হয়। আমাদের এই নামাজ শিক্ষা পোষ্টে নামাজের প্রয়জনীয় সব ধরণের দুআ'-দরুদ এবং প্রয়জনীয় ১০ টি সুরা রৈয়েছে।
অন্য পড়ুন:- NCERT (Class 6) Lesson: 1- A Tale of Two Birds solve with meaning in Assamese
তাই, সহীহ শুদ্ধ ভাবে নামাজ পড়ার সময় অনেক নিয়ম কানুন এবং দুআ' দরুদ মানতে হয়। নামাজর শুরুতে অযু/অজু/ওযু করে শরীর পাক-পবিত্র করে নিতে হয়। প্রতেক ওক্তেয় নামাজে- সুন্নাহ, ফরজ, ওয়াজিব নামাজ এবং রয়েছে অনেক দুআ'-দরুদ সমুহ যেগুলো পুরো-পরি নাহ'লে নামাজ হবে না। তাই চলুন, আমাদের এই নামাজ শিক্ষা পোষ্ট থেকে নামাজের প্রয়জনীয় সব ধরণের দুআ'-দরুদ গুলো যেনে নেওয়া যাক।
জায়নামাজ বা নামাজের সারিতে (কাতারে) দাড়াইয়া পড়িবার দুআ'-
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
উচ্চরণ:- ইন্নী ওয়াজ্জাহ্তু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্বারাস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বা হানী-ফাও ওয়ামা আনা মিনা্ল্ মুশরিকীন।
অর্থ:- নিশ্চয়ই আমি তাহারই দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান ও যমিন সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি।
অন্য পড়ুন:- Kamakhya Temple, Guwahati (June-2023) Assam
ছানা-
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ
উচ্চরণ:- সুবহানাকা-আল্লাহুম্মা ওয়া বিহাম্দিকা ওয়া তাবারা-কাসমুকা ওয়া-তাআ'লা জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুকা।
অর্থ:- হে আল্লাহ্ ! আমি তোমার পবিত্রতা ঘোষণা করিতেছি এবং তোমার মহিমা বর্ণনা করিতেছি। তোমার নাম বরকত পূর্ণ, তোমার মাহাত্ম্য় সর্বোচ্চ এবং তুমি ভিন্ন, কেহই ইবাদতের যোগ্য় নহে।
অন্য পড়ুন:- অজু , অজুর নিয়ম, অজুর দোয়া | Rules and regulation of Wudu (Oju) in Bangla - Al' Qur'an
আত্তাহিয়্য়াতু (তাশাহহুদ)-
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَاوَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চরণ:- আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াস সালা-ওয়াতু ওয়াত্ ত্বাইয়্য়িবাতু আসসালামু আ'লাইকা আইয়্য়ুহান্ নাবীয়্য়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্-সালামু আ'লাইনা ওয়া আ'লা ই'বাদিল্লাহিস সলেহীন। আশ্হাদু আল্লা-ইলাহা ইল-ল্লালাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান্ আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থ:- সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য়। হে নবী! আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাযিল হউক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাঁহার শান্তি বর্ষিত হউক। আমি সাক্ষ্য় দিতেছি যে, আল্লাহ তাআলা ব্য়তীত আর কোন মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য় দিতেছি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্ররিত রাসুল ও বান্দা।
অন্য পড়ুন:- Top 5 Best wired headphone under 1000
দুরুদ শরীফ-
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ’ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ. وَّعَلٰى اٰلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلٰى اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ اِبْرَاهِيْمَ. اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
উচ্চরণ:- আল্লা-হুম্মা সাল্লি আ'লা-মুহাম্মাদিওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আ'লা ইবরাহীমা ওয়া আ'লা আ'লি ইবরা-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ। আল্লা-হুম্মা বারিক আ'লা মুহাম্মাদিওঁ ওয়া আ'লা আ-লি মুহাম্মাদিন কামা বা-রাকতা আ'লা ইবরাহীমা ওয়া আ'লা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।
অর্থ:- হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর মুহাম্মাদ (সাঃ)- এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি, যেমন রহমত বর্ষণ করিয়াছ ইবরাহীম (আঃ)- এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সন্মানিত। হে আল্লাহ! তুমি বরকত নাযিল কর মুহাম্মাদ (সাঃ)- এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি, যেমন বরকত নাযিল করিয়াছ ইবরাহীম (আঃ)- এর প্রতি ও তাঁহার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সন্মানিত।
অন্য পড়ুন:- জুমআর দিনের বিশেষ আমল ও ফজিলত | Jumar diner Fazilat & amol in Bangla
দোয়ায়ে মাসূরাহ-
اَللّٰھُمَّ أِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ ظُلْمًا کَثِیْرًا وَّلَا یَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا أَنْتَ فَاغْفِرْلِیْ مَغْفِرَةً مِّنْعِنْدِكَ وَارْحَمْنِیْ أِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ الرَّحِیْمَ
উচ্চরণ:- আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসিও জুল মান কাসিরাও, ওয়ালা ইয়াগ ফিরুজ্জনুবা, ইল্লা আন্তা মাগফিরাতাম-মিন ইন্দাকা ওয়ারহামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।
অর্থ:- হে আল্লাহ! আমি আমার আত্মার উপর ক্ষতি সাধন করেছি, মাফ করার সাধ্য় কারোর নাই (তুমি ব্য়তিত), তুমি আমাকে সম্পুর্নরুপে মাফ করে দাও ও দয়া করো, নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল ও দয়ালু।
অন্য পড়ুন:- Fancy Bazaar, Guwahati (June-2023) Assam
অথবা
اللهوماج فيرلي والي وليدية واليمانتا - ولادا والي جميل ، مؤمنينا والمؤمنات ، وول مسلمة والمسلمات ، والاحياي منهوم والعاموات ، بيرماتيكا يا ارهمار رحيمين
উচ্চরণ:- আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালি ওয়ালিদাইয়্য়া ওয়ালিমানতা-ওয়ালাদা ওয়ালি জামীঈল, মু'মিনীনা ওয়াল মু'মিনাত, ওয়াল মুসলিমীনা ওয়াল মুসলিমাত, ওয়াল আহইয়ায়ি মিনহুম ওয়াল আমুয়াত, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
অর্থ:- হে পরম করুণাময় আল্লাহ! আমাকে, আমার পিতা-মাতাকে, সন্তান-সন্ততিকে, সমস্ত মু'মিন নর-নারিকে এবং জীবিত-মৃত সমস্ত মুসলিম নর-নারিকে ক্ষমা করুন।
অন্য পড়ুন:- ৬ কালেমা- অর্থ সহ ইংরেজি ও বাংলা উচ্চারণ || 6 Kalima- In Bangla with Meaning - Al' Qur'an
দোয়ায়ে কুন্নূত-
اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَنَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
উচ্চরণ:- আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ওয়া-নাসতাগ-ফিরুকা ওয়ানু'-মিনুবিকা ওয়ানাতা-ওয়াক্কালু আলা'ইকা ওয়া-নুছনি আলা'ইকাল খাইর। ওয়া নাশকুরুকা ওয়ালা-নাকফুরুকা ও-নাখলা'উ ওয়ানাতরুকু মাঈয়াফ যুরুকা, আল্লাহুম্মা ইয়্য়া কানা'বুদু ওয়ালাকানুসল্লি ওয়া-নাসযুদু ওয়ালাইকানাস'আ ওয়ানাহফিদু ওনারযু রাহমাতাকা ওয়া-নাখশা আ'যাবাকা ইন্না আ'যাবাকা বিলকুফ্ফারি মুলহিক।
অর্থ:- হে আল্লাহ! আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছে, তোমার ভরসা করিতেছি। তোমার নিকট ক্ষমা ভিক্ষা করিতেছি, তোমার ওপর ঈমান আনিয়াছি, তোমার ভরসা করিতেছি তোমার গুন-গান করিতেছি এবং তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমরা তোমাকে অস্বীকার করি না। যাহারা তোমার হুকুম অমান্য করে তাহাদের সঙ্গে আমরা সংশ্রব সংসগ্র পরিত্য়গ করি। হে আল্লাহ! আমরা তোমারই ইবাদত করি, তোমারই খেদমতে হাজির হই এবং তোমার রহমতের আশা করি ও তোমার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই তোমার আজাব অবিশ্বাসীগণ ভোগ করিবে।
অন্য পড়ুন:- নামাজর ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সমূহ | Sunnah, Wajib, Mustahab and Obligations of Namaj in Bangla