﷽
নামাজ (Namaj /Prayer)
নামাজ এমন এক মাধ্যম যার দ্বারা মহান আল্লাহ তাআলা অত্যন্ত নিকটবর্তী লাভ করা যায়। তাই, মৃত্যুর পর আল্লাহ তায়ালার সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। সুতরাং প্রত্যেক মুসলমানের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ।
প্রকৃত অর্থে নামাজের কোনো প্রকারভেদ নেই, তবে শরিয়ত নামাজকে একাধিক ভাগে ভাগ করেছে। তাই প্রত্যেক ফরজ নামাজের পাশাপাশি রয়েছে ওয়াক্তেই সুন্নাত, ওয়াজিব এবং নফল নামাজ।
{getToc} $title={Table of Contents}

নামাজ শুরু করার আগে নিয়ত করা ফরজ। নিয়াত এর অর্থ হলো মনে মনে দৃঢ় সংকল্প করা। তবে আরবি ভাষায় করতে পারলে ভালো; না হলে মাতৃভাষায় নিয়ত করলেও চলবে। নামাজের নিয়ত ইমাম এবং মুক্তাদী হিসেবে ভিন্ন ভিন্ন হয়। একা নামাজ পড়লেও তার নিয়ত ও ভিন্ন হয়।
একজন প্রকৃতার্থ মুসলমান হিসেবে সারাদিনে যে পাঁচ (৫) ওয়াক্ত নামাজ পড়তে হয়, সেইগুলো হল-
- ফজরের নামাজ
- যোহরের নামাজ
- আসরের নামাজ
- মাগরিবের নামাজ
- এশারের নামাজ
জুমআর নামাজ, জানাযার নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, কসর নামাজ, সালাতুত্ তাসবীহ নামাজ, তাওবা নামাজ, ইশরাকের নামাজ; এইসব নামাজের ও আলাদা আলাদা নিয়ম এবং নিয়াত রয়েছে।
ফজরের নামাজ
ফজরের নামাজ ভোররাত (সূর্য উঠার আগে) পড়তে হয় । ফজরের নামাজ মোট চার (৪) রাকা'ত । ফজরের নামাজে দুই (২) রাকা'ত সুন্নতে মুয়াক্কাদাহ এবং দুই (২) রাকা'ত ফরজ রয়েছে-
ফজরের দুই (২) রাকা'ত সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তাই সালা-তিল্ ফাজরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
ফজরের দুই (২) রাকা'ত ফরজ নামাযের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তাই সালা-তিল্ ফাজরি ফারদুল্লা-হি তাআ'লা মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
বিঃদ্রঃ- নামাজ জামাতে (ইমাম সাহেবের পিছনে) আদায় করিতে হইলে, নিয়ত করার সময় "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "ইকৄতাদাহতু বিহা-যাল ইমাম" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে। যদি ইমাম হিসেবে নামাজ আদায় করাতে হয় তাহলে "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "আনা ইমামুল্ লিমান্ হাদ্বারা ওয়া মাইইয়াহ্দ্বুরু" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে।
যোহরের নামাজ
সাধারণত দুপুরবেলা যে নামাজটা পড়া হয়, তাকে যোহরের নামাজ বলে। যোহরের নামাজ মোট বারো (১২) রাকাত। তাদের মধ্যে প্রথমে রয়েছে চার (৪) রাকাত সুন্নতে মুয়াক্কাদা, চার (৪) রাকাত জোহরের ফরজ তারপর দুই (২) রাকাত সুন্নতে মক্কাদা এবং শেষে দুই (২) রাকাত নফলে।
যোহরের চার (৪) রাকা'ত সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ্ রাক্আ'তি সালা-তিয্ যুহরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে যোহরের চার রাকা'ত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
যোহরের চার (৪) রাকা'ত ফরজ নামাযের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ্ রাক্আ'তি সালা-তিয্ যুহরি ফারদুল্লা-হি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে যোহরের চার রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
যোহরের দুই (২) রাকা'ত সুন্নতে মুয়াক্কাদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তি সালা-তিয্ যুহরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে যোহরের দুই রাকা'ত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
যোহরের দুই (২) রাকা'ত নফল নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তি সালা-তিন নাফলি মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে নফলের দুই রাকা'ত ওয়াজিব নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
বিঃদ্রঃ- নামাজ জামাতে (ইমাম সাহেবের পিছনে) আদায় করিতে হইলে, নিয়ত করার সময় "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "ইকৄতাদাহতু বিহা-যাল ইমাম" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে। যদি ইমাম হিসেবে নামাজ আদায় করাতে হয় তাহলে "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "আনা ইমামুল্ লিমান্ হাদ্বারা ওয়া মাইইয়াহ্দ্বুরু" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে।
অন্য পড়ুন-
- নামাজর ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সমূহ
- ছয় কালেমা- অর্থ সহ ইংরেজি ও বাংলা উচ্চারণ
- অজু , অজুর নিয়ম, অজুর দোয়া
আসরের নামাজ
সাধারণত, বিকেলে যে নামাজ পড়া হয় তাকে আসরের নামাজ বলে জানা যায়। আসরের নামাজ মোট আঠ (৮) রাকাত। আসরের নামাজের চার (৪) রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কদাহ এবং চার (৪) রাকা'ত ফরজ।
আসরের চার (৪) রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কাদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ্ রাক্আ'তাই সালা-তিল্ আ'সরি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
আসরের চার (৪) রাকা'ত ফরজ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ্ রাক্আ'তাই সালা-তিল্ আ'সরি ফারদ্দুল্লা-হি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
বিঃদ্রঃ- নামাজ জামাতে (ইমাম সাহেবের পিছনে) আদায় করিতে হইলে, নিয়ত করার সময় "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "ইকৄতাদাহতু বিহা-যাল ইমাম" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে। যদি ইমাম হিসেবে নামাজ আদায় করাতে হয় তাহলে "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "আনা ইমামুল্ লিমান্ হাদ্বারা ওয়া মাইইয়াহ্দ্বুরু" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে।
মাগরিবের নামাজ
সাধারণত, সন্ধার সময় যে নামাজ পড়া হয় তাকে মাগরিবের নামাজ বলে জানা যায়। মাগরিবের নামাজ মোট সাত (৭) রাকাত। মাগরিবের নামাজে তিন (৩) রাকা'ত ফরজ, দুই (২) রাকাত সুন্নতে মুয়াক্কদাহ এবং দুই (২) রাকা'ত নফল।
মাগরিবের তিন (৩) রাকাত ফরজ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা সালাসা রাক্আ'তাই সালা-তিল্ মাগরিবি ফারদ্দুল্লা-হি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
মাগরিবের দুই (২) রাকাত সুন্নতে মুয়াক্কদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তাই সালা-তিল্ মাগরিবি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
মাগরিবের দুই (২) রাকা'ত নফল নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তি সালা-তিন নাফলি মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
বিঃদ্রঃ- নামাজ জামাতে (ইমাম সাহেবের পিছনে) আদায় করিতে হইলে, নিয়ত করার সময় "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "ইকৄতাদাহতু বিহা-যাল ইমাম" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে। যদি ইমাম হিসেবে নামাজ আদায় করাতে হয় তাহলে "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "আনা ইমামুল্ লিমান্ হাদ্বারা ওয়া মাইইয়াহ্দ্বুরু" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে।
এশারের নামাজ
সাধারণত, রাত্রে পড়া নামাজকে এশারের নামাজ বলা হয়। এশারের নামাজ মোট সতের (১৭) রাকাত। এশারের নামাজে চার (৪) রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কদাহ, চার (৪) রাকাত ফরজ, দুই (২) রাকা'ত সুন্নতে মুয়াক্কদাহ, দুই (২) রাকা'ত নফল, তিন (৩) রাকা'ত বিতের এবং দুই (২) রাকা'ত নফল নামাজ রয়েছে-
এশারের চার (৪) রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ রাক্আতি সালা-তিল্ ইশায়ি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
এশারের চার (৪) রাকাত ফরজ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা আরবাআ রাক্আতি সালা-তিল্ ইশায়ি ফারদ্দুল্লা-হি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
এশারের দুই (২) রাকা'ত সুন্নতে মুয়াক্কদাহ নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তাই সালা-তিল্ ইশায়ি সুন্নাতু রাসুলিল্লাহি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
এশারের দুই (২) রাকা'ত নফল নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তি সালা-তিন নাফলি মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
এশারের তিন (৩) রাকাত বিতের নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা সালাসা রাক্আতি সালা-তিল্ বিতরি ওয়াজিবুল্লা-হি তাআ'লা-মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
এশারের দুই (২) রাকা'ত নফল নামাজের নিয়ত
উচ্চারণ- নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআ'লা রাক্আ'তি সালা-তিন নাফলি মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা'বাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।
বাংলা উচ্চারণ- আমি কেবলামুখী হইয়া আল্লাহর উদ্দেশ্যে ফজরের দুই রাকা'ত ফরজ নামাজ (এই ইমামের সহিত) আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার।
বিঃদ্রঃ- নামাজ জামাতে (ইমাম সাহেবের পিছনে) আদায় করিতে হইলে, নিয়ত করার সময় "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "ইকৄতাদাহতু বিহা-যাল ইমাম" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে। যদি ইমাম হিসেবে নামাজ আদায় করাতে হয় তাহলে "ফারদুল্লা-হি তাআ'লা" শব্দ বলার পরে "আনা ইমামুল্ লিমান্ হাদ্বারা ওয়া মাইইয়াহ্দ্বুরু" পরে তারপর বাকী অংশ বলে নিয়ত পুরা করবে।
প্রশ্ন (FAQ)
ফজরের নামাজ মোট কয় রাকাত ?
ফজরের নামাজ চার (৪) রাকাত। ফজরের নামাজে দুই রাকা'ত সুন্নতে মুয়াক্কাদাহ এবং দুই রাকা'ত ফরজ রয়েছে।
যোহরের নামাজ মোট কয় রাকাত ?
যোহরের নামাজ মোট বারো (১২) রাকাত। তাদের মধ্যে প্রথমে রয়েছে চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা, চার রাকাত জোহরের ফরজ তারপর দুই রাকাত সুন্নতে মক্কাদা এবং শেষে দুই রাকাত নফলে।
আসরের নামাজ মোট কয় রাকাত ?
আসরের নামাজ মোট আঠ (৮) রাকাত। আসরের নামাজের চার রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কদাহ এবং চার রাকা'ত ফরজ রয়েছে।
মাগরিবের নামাজ মোট কয় রাকাত ?
মাগরিবের নামাজ মোট সাত (৭) রাকাত। মাগরিবের নামাজে তিন রাকা'ত ফরজ, দুই রাকাত সুন্নতে মুয়াক্কদাহ এবং দুই রাকা'ত নফল।
এশারের নামাজ মোট কয় রাকাত ?
এশারের নামাজ মোট সতের (১৭) রাকাত। এশারের নামাজে চার রাকা'ত সুন্নতে গায়ের-মুয়াক্কদাহ, চার রাকাত ফরজ, দুই রাকা'ত সুন্নতে মুয়াক্কদাহ, দুই রাকা'ত নফল, তিন রাকা'ত বিতের এবং দুই রাকা'ত নফল নামাজ রয়েছে।